অমর একুশে, শিল্পী মিস্ত্রি

অমর একুশে
শিল্পী মিস্ত্রি
মৃত্যুর কোলে সোপিয়া দিয়েছে লক্ষ্য তাজা প্রাণ
তাইতো মোরা বিজয়ের সাথে গাই তাদেরই গান।
পশ্চিমা সেই শকুন সেনা ঘেন্না করি সবে
যতই কাছে আসুক তারা শত্রু হয়ে রবে।
ওরা নষ্ট, ওরা দুষ্ট, ওরা যে নরাধম অতি
ওরা ঘাতক, ওরা জল্লাদ ওরা নিকৃষ্ট দুষ্ট মতি।
ওরা চেয়েছিল মায়ের বাক করিয়া দিবে
এই নিয়ে মোদের সোনার ছেলেরা করেছে মরন যুদ্ধ।
হৃদয় খুলিয়া বিভেদ ভুলিয়া সবে রেখে হাতে হাত
হিন্দু-মুসলিম, বৌদ্ধ খৃষ্টান বেঁধে ছিল মিলন বাঁধ।
নারী ও পুরুষ ছিলনা বিভেদ, ছিলোনা ব্যাবধান
মোদের মায়ের ভাষার তরে জীবন করিল দান।