আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ মঙ্গলবার, ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং, ১৮ই শাবান, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

জাতীয় শিক্ষা সপ্তাহ-২৪ উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান

ভোলার খবর ডেস্ক: ভোলায় উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ-২৪ উপলক্ষে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়।
জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটি ভোলা সদর উপজেলার আয়োজনে মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর উপজেলা পরিষদ হলরুমে ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার ও জাতীয় শিক্ষা সপ্তাহ কমিটির আহ্বায়ক সজল চন্দ্র শীল এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) ও কমিটির সদস্য সচিব রকিবুল হাসান। উৎসব মুখর পরিবেশে উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সিরাজুল ইসলাম শাওন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিভিন্ন ইভেন্ট বিজয়ীরা। ৪টি গ্রুপে মোট ৭৮টি ইভেন্টের উপর পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক, শ্রেষ্ঠ রোভার শিক্ষক, শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ স্কাউট ইত্যাদি বিষয়ে নির্বাচন করা হয়।
কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ভোলা সরকারি কলেজ, মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হালিমা খাতুন স্কুল, মাদ্রাসা পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান পশ্চিম ইলিশা মাদ্রাসা। মাধ্যমিক পর্যায়ের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হন ভোলা সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, শ্রেষ্ঠ রোভার শিক্ষক নির্বাচিত ভোলা সরকারি কলেজের মোঃ এরশাদ, সহকারি অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হন মোঃ বিল্লাল হোসেন, সহকারি অধ্যাপক ও বিভাগীয় প্রধান (সমাজকর্ম বিভাগ) বাংলাবাজার ফাতেমা খানম কলেজ।
ভোলা আবদুর রব স্কুল এন্ড কলেজ শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ নির্বাচিত হয়। একই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মোঃ মনিরুল ইসলাম এএলটি শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হন। তারই পুত্র প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণীতে পড়ুয়া স্কাউটার একেএম আব্দুল্লাহ শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত হন। উল্লেখ্য ভোলা আবদুর রব স্কুল এন্ড কলেজ এবং মনিরুল ইসলাম এবং তার পুত্র আব্দুল্লাহ জেলার বিভিন্ন স্কাউটিং কর্মকান্ডে অত্যান্ত সুনামের সাথে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

ফেসবুকে লাইক দিন