আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ মঙ্গলবার, ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং, ১৮ই শাবান, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

বোরহানউদ্দিন পৌরসভার উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

মোঃ ইকবাল হোসেন, বোরহানউদ্দিন প্রতিনিধিঃ “বোধ করি ডেঙ্গু ও প্লাস্টিক -পলিথিন দুষন” এই স্লোগান কে ধারন করে ভোলার বোরহানউদ্দিন পৌর শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে
বোরহানউদ্দিন পৌরসভার উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়।বুধবার ( ১৮ সেপ্টেম্বর) বেলা ১০ টায় পৌর প্রশাসক কর্মকর্তা-কর্মচারীরা উপজেলা শহরে পরিচ্ছন্নতা অভিযানে নেমেছেন।
বোরহানউদ্দিন সহকারী কমিশনার ভূমি ও পৌরসভার প্রশাসক মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে অভিযান উদ্ভোদন করেন বোরহানউদ্দিন উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান উজ্জামান।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাব্বারুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার, কৃষি অফিসার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সহ পৌরসভার কর্মকর্তা কর্মচারিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা রায়হান উজ্জামান বলেন আজ থেকে পৌরসভার পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে, জলাবদ্ধতা নিরাসনে খুব দ্রুত আমরা খাল সংস্কার শুরু করব। ড্রেনে থাকা ময়লা গাছের টব, ড্রাম ইত্যাদিতে জমে থাকা পানি পরিষ্কার রাখুন অপসারণ করুন এবং বাড়ী-ঘর পরিষ্কার রাখুন।অব্যবহৃত গাড়ীর টায়ার, নির্মাণকাজে ব্যবহৃত চৌবাচ্চা, পরিত্যক্ত টিনের কৌটা, কাচ/প্লাষ্টিকের বোতল/ক্যান, হাঁড়ি, ডাবের খোসা, বালতি, , ড্রাম ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তা থেকে ডেঙ্গুর সম্ভাবনা থাকে। ড্রাম ইত্যাদিতে জমে থাকা পানি পরিষ্কার রাখুন এবং অপসারণ করুন।

ফেসবুকে লাইক দিন