ঝালকাঠিতে বিদায়ী জেলা প্রশাসককে জেলা প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা
মোঃ মাছুম বিল্লাহ, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠির বিদায়ী জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুমকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ঝালকাঠি প্রেসক্লাব। লোকপ্রশাসন কেন্দ্রে তিনি বদলী হওয়া প্রেসক্লাবের পক্ষ থেকে বুধবার বিকেলে প্রেসক্লাব হলরুমে বিদায়ী সংবর্ধনায় এ ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমীন, কাওছার হোসেন, জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার, সদর উপজেলার বিদায়ী নির্বাহী অফিসার অনুজা মন্ডল, সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম। প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমানের সভাপতিত্বে বক্তৃতা করেন সহ সভাপতি আল আমিন তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক মানিক রায়, সাধারণ সম্পাদক এডভোকেট আক্কাস সিকদার, যুগ্ম সম্পাদক এডভোকেট আসম মাহমুদুর রহমান পারভেজ, সহ সভাপতি মোঃ মাসুদুল আলম, সাংবাদিক রতন আচার্য্য, শফিউল ইসলাম সৈকত, অলোক সাহা, শফিউল আজম টুটুল প্রমুখ।