আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ মঙ্গলবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জানুয়ারি, ২০২৫ ইং, ১৯শে রজব, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

দৌলতখানে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের রাজকীয় বিদায়

এম এ তাহের দৌলতখান প্রতিনিধি: শিক্ষকের প্রতি গভীর শ্রদ্ধা আর ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন প্রাক্তন শিক্ষার্থীরা। প্রিয় প্রধান শিক্ষকের বিদায়ে শত শত শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসীর ভালোবাসায় সিক্ত হলেন ভোলার দৌলতখান উপজেলার ৭৬ নং পশ্চিম জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকুমার চন্দ্র দাস।
গতকাল (২০ জুন) বৃহস্পতিবার দুপুরে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।ওই দিন বেলা ১১টায় প্রাইভেট কার যোগে প্রাক্তন শিক্ষার্থীরা সংবর্ধিত শিক্ষক সুকুমার চন্দ্র দাসকে তার বাসা থেকে স্কুলে নিয়ে আসেন।এসময় শিক্ষার্থী এবং অভিভাবকগন রাস্তার দুপাশে দাঁড়িযে ফুল ছিটিয়ে বরন করেন তাদের প্রিয় শিক্ষককে।
প্রধান শিক্ষক সুকুমার দাসের শূন্যতা কখনই পূরণ হবার নয় বলে মনে করছেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি শাহে আলম হাওলাদার ও অভিভাবকবৃন্দ। তারা বলেন, সুকুমার দাস অনেক ভালো শিক্ষক ছিলেন। দীর্ঘ ৩৬ বছরের কর্মজীবনে শিক্ষার্থী ও সহকর্মীদের ভালোবাসার স্মৃতিচারণ মূলক বক্তব্য দিতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন সুকুমার চন্দ্র দাস। আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, আমি আমার ৩৬ বছরের শিক্ষকতা জীবনে শিক্ষার্থীদের কিছুই দিতে পারিনি। কিন্তু তারা আমাকে এভাবে সম্মানিত করবে তা কখনও ভাবিনি। এটা আমার জন্য গর্বের ও অত্যন্ত আনন্দের।
স্কুল মাঠে অনুষ্ঠিত দিনব্যাপী এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল। একজন শিক্ষককে এভাবে সম্মাননার আয়োজন করায় তিনি আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে দৌলতখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম খানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগন,প্রাক্তন, বর্তমান শিক্ষার্থী, সহকর্মী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন