আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ সোমবার, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ ইং, ৫ই রবিউল-আউয়াল, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে রাজাপুরে ,কাঠালিয়ায়, বিজয়ী হলেন যারা

মোঃ মাছুম বিল্লাহ, কাঠালিয়া প্রতিনিধি: ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত হওয়া ঝালকাঠি জেলার রাজাপুর ও কাঠালিয়া উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠ ও শান্তিপুর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে বেসরকারীভাবে রাজাপুর উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মটরসাইকেল প্রতীক, সাবেক উপজেলা চেয়ারম্যান মিলন মাহমুদ বাচ্চু এবং কাঠালিয়া উপজেলায় দোয়াতকলম প্রতীকে বর্তমান উপজেলা চেয়ারম্যান এমাদুল হক মনির।
ঝালকাঠির রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলা পরিষদের নির্বাচনে রির্টানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.রুহুল আমিন বেসরকারিভাবে রোববার (৯ জুন) রাতে এ ফলাফল ঘোষণা করেন। রাজাপুর উপজেলা পরিষদ নির্বাচনে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি মিলন মাহমুদ বাচ্চু মোটরসাইকেল প্রতীকে ২১হাজার ৫০ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টানা তিনবারের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আফরোজা আক্তার লাইজু দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৮২০ ভোট।
কাঠালিয়া উপজেলায় বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দোয়াত কলম প্রতীকে এমদাদুল হক মনির ২০ হাজার ৩৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাপ পিরিচ প্রতীকের সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি গোলাম কিবরিয়া সিকদার পেয়েছেন ১২ হাজার ৬৮১ ভোট।
এদিকে, রাজাপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে বই প্রতিকে সাবেক উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল হাসান বাপ্পি ২৭৪৫১ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাইক প্রতীকে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা নাসির উদ্দিন মৃধা পেয়েছেন ১৪৬৩২ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সেলাই মেশিন প্রতিকে নাসরিন আক্তার ১৪২৯০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সদ্য ইউপি সদস্য পদ থেকে পদত্যাগী কলস প্রতীকে ছালমা বেগম ওরফে বাউল ছালমা পেয়েছেন ৯৩২২ ভোট।
কাঠালিয়া উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে সদ্য আওয়ামী লীগে যোগদানকারী নেতা মোহাম্মদ আব্দুল জলিল মিয়াজি বই প্রতীকে ৮৭৮৪ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিয়াপাখি প্রতীকে সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা গৌতম চন্দ্র মন্ডল পেয়েছেন ৮০৫১ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে গৃহবধু থেকে রাজনীতিতে নতুন মুখ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মরহুম হাবিবুর রহমান উজির সিকদারের স্ত্রী সাহিদা আক্তার বিন্দু প্রজাপতি প্রতীকে ১৮২৬৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পদ্মফুল প্রতীকে মোসা. শাহনাজ বেগম ৯০২১ ভোট পেয়েছেন। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া নিরপেক্ষ নির্বাচনে জনগণের প্রত্যক্ষভোটে তারা নির্বাচিত হয়েছেন।

ফেসবুকে লাইক দিন