তজুমদ্দিনে গণহত্যা দিবস পালিত
তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ উপজেলা প্রশাসনের আয়োজনে ভোলার তজুমদ্দিনে ২৫মর্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। সোমবার (২৫ মার্চ) বেলায় ১১টায় উপজেলা নির্বাহি কর্মকর্তা শুভ দেবনাথের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতা করেন ভোলা-৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, ভাইসচেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুরুল হুদা, সমাজসেবা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার শাহাবুদ্দিন মাষ্টার, অফিসার ইনচার্জ আনোয়ারুল হক। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, তজুমদ্দিন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজের শিক্ষার্থী সত্যিকা দাস কাসপ্রিয়া ও সুমাইয়া বেগম প্রমুখ।