আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ মঙ্গলবার, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ডিসেম্বর, ২০২৪ ইং, ৭ই জমাদিউস-সানি, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

বোরহানউদ্দিনে বিজয় দিবসের কুচকাওয়াজে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, ইউপিএস

শাহরিয়ার হিমু: বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত উপজেলা প্রশাসনর স্কুল (ইউপিএস) এবারও বিজয় দিবসের প্যারেডে মাধ্যমিক পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে।
১৬ই ডিসেম্বর সকালে বোরহানউদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস ২০২৩ এর কুচকাওয়াজ অনুষ্ঠানে ইউপিএস-এর গার্লস গাইড দল প্রথম স্থান অধিকার করে। এছাড়াও ইউপিএস এর বয়েজ স্কাউট দল দ্বিতীয় স্থান অধিকার করার গৌরব অর্জন করে।
এ বিষয়ে উক্ত প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মোঃ তরিকুল ইসলাম বলেন, আমরা প্রতিবছর চেষ্টা করি কুচকাওয়াজ অনুষ্ঠানে আমাদের সেরাটা দেওয়ার। এবারও তার ব্যত্যয় ঘটেনি। আমাদের প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীরা অত্যন্ত সুন্দর পারফরম্যান্স করেছে। যার উত্তম প্রতিদান হিসেবে আমরা ১ম স্থান অধিকার করেছি। আশা করি আমাদের এই অর্জনের ধারা অব্যাহত থাকবে।
উল্লেখ্য বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন স্কুল (ইউপিএস) ২০১৭ সালে প্রতিষ্ঠা লাভ করে এবং আনুষ্ঠানিকভাবে পাঠদান শুরু করে ২০১৮ সালের ১লা জানুয়ারি থেকে। বর্তমানে প্রতিষ্ঠানে প্রায় শতাধিক শিক্ষার্থী এবং ১০ জন শিক্ষক কর্মরত রয়েছেন।
প্রতিষ্ঠানটি সূচনা লগ্ন থেকেই শিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রমের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এসেছে। এছাড়াও ২০২২ সালে জাতীয় শিক্ষাসপ্তাহে দলীয় জারিগানে দেশ সেরা হওয়ার গৌরব অর্জন করে।

ফেসবুকে লাইক দিন