সব ধাপ পেরিয়ে জাতীয় শিক্ষা সপ্তাহে দেশসেরা চার শিক্ষক
অনলাইন ডেস্ক :
সব ধাপ পেরিয়ে দেশসেরা শিক্ষক তাঁরা
বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরির চার শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক নির্বাচিত। সেরা শিক্ষার্থীদের মতো সেরা শিক্ষকেরাও রাজধানীর বাইরের।
প্রথমে নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, এরপর পর্যায়ক্রমে উপজেলা, জেলা ও বিভাগে শ্রেষ্ঠ হওয়ার পর ৫ ও ৬ জুন অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় এই চার শিক্ষক দেশসেরা হয়েছেন।
প্রতিবছর জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, শ্রেষ্ঠ প্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণিতে প্রতিযোগিতার ভিত্তিতে দেশসেরা নির্বাচিত করে শিক্ষা মন্ত্রণালয়।