আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ বুধবার, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই মে, ২০২৪ ইং, ৬ই জিলক্বদ, ১৪৪৫ হিজরী
সর্বশেষঃ

মনপুরায় ক্রেতা-বিক্রেতার উপস্থিতিতে জমে উঠেছে মাসব্যাপী মেলা

জিহাদ খান জয় (মনপুরা ভোলা): ক্রেতা-বিক্রেতার উপস্থিতিতে জমে উঠেছে মাসব্যাপী হস্ত বস্ত্র ও কুটির শিল্প মেলা। মেলায় এবার বেশি আকর্ষণ করছে কসমেটিক্স ও গৃহস্থলির দ্রব্যাদি। ওইসব পণ্য কিনতে প্রতিদিন ভীড় জমাচ্ছে নানা বয়সী নারী-পুরুষ।
মনপুরা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে গত ১০ ই ফেব্রয়ারী মাসব্যাপী হস্ত বস্ত্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন করেন মনপুরা উপজেলা চেয়ারম্যান মিসেস সেলিনা আক্তার চৌধুরী। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এ মেলা চলছে।
শুক্রবার ছুটির দিনে বিকালে সরেজমিনে মেলায় গিয়ে দেখা যায় যুবক-যুবতীসহ নারীদের প্রচন্ড ভীড়। তারা পছন্দের কসমেটিক্স ও ঘর সাজাতে গৃহস্থলির জিনিসপত্র কিনছেন। শিশুদের স্লিপার, ম্যাজিক নৌকা,ট্রেন, ট্রয়ট্রেন, চড়কি, নাগোর দেলায় বিনোদন নিচ্ছে শিশুরা। কসমেটিক্স দোকানের কয়েকজন ক্রেতা জানান, মেলায় আসলে ঘুরতে এসেছিলেন। কিন্তু আসার পর অনেক কসমেটিক্স ও বিভিন্ন প্রকারের অলংকার পছন্দ হওয়ায় সেগুলো কিনেছেন।
মেলার দর্শনার্থী মোঃ রাসেল জানান, মনপুরা উপজেলায় এই প্রথম এমন মেলার আয়োজন করেছে, আমরা খুশি বাচ্চাদের নিয়ে এসে অনেক ভালো লাগছে। নিত্য প্রয়োজনীয় অনেক জিনিসপত্র ক্রয় করেছি কম দামে। আশা করি প্রতিবছর এই রকম আয়োজন করবে কতৃপক্ষ।
বিক্রেতারা বলেন, মেলায় ক্রেতার সংখ্যা সন্তোষজনক। বিশেষ করে বিকেল থেকে রাত পর্যন্ত ক্রেতার সমাগম ঘটছে। তবে জিনিপত্রের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকায় বেচা-বিক্রি বেশ ভাল হচ্ছে।

ফেসবুকে লাইক দিন