আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ মঙ্গলবার, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মে, ২০২৪ ইং, ১২ই জিলক্বদ, ১৪৪৫ হিজরী
সর্বশেষঃ

দৌলতখানে শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন, এমপি মুকুল

এম এ তাহের দৌলতখান): মাদকের ভয়াল ছোবল থেকে যুব সমাজকে দূরে রাখতে ও মাদকমুক্ত সমাজ গড়তে ভোলার দৌলতখানে রাত্রীকালীন শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। গতকাল (১৯ জানুয়ারি) শুক্রবার রাত আটটায় আশকর পাটোওয়ারী বাড়ি প্রাথমিক বিদ্যালয় মাঠে আশকর পাটোওয়ারী প্রিমিয়ার শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্য বলেন, সর্বনাশী মাদকের ছোবল থেকে যুব সমাজকে রক্ষা করার জন্য খেলাধুলার বিকল্প নেই। তিনি বলেন, আজকের যুবকরাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র স্মার্ট বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে।
আশকর পাটোওয়ারী শর্ট পিস প্রিমিয়ার লীগের সভাপতি নুর সোলায়মান তালুকদারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ মঞ্জুর আলম খাঁন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর,পৌরসভার মেয়র জাকির হোসেন তালুকদার, পৌর আওয়ামীলীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আলাউদ্দিন রতন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সত্য রঞ্জন খাসকেল,দৌলতখান প্রেসক্লাব সভাপতি মনিরুজ্জামান মহিন, উপজেলা ছাত্রলীগ সম্পাদক মহিদুর রহমান মুহিদ প্রমুখ।
উদ্বোধনী খেলায় দৌলতখান পৌরসভা একাদশ বনাম দৌলতখান বাজার একাদশ অংশ নেন। প্রত্যেক টিমে ১১ জন করে খেলোয়াড় খেলবে এবং খেলা হবে ১০ ওভার করে। এ টুর্নামেন্টে মোট ১৪ টি দল অংশ নেন।

ফেসবুকে লাইক দিন