ছাত্র আন্দোলনের ইউনিয়ন কমিটি গঠন

রিয়াজ উদ্দিন মনপুরা উপজেলা প্রতিনিধি: ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মনপুরা উপজেলা শাখার আওতাধীন ২নং হাজির হাট ইউনিয়ন শাখার সহ-সভাপতি হাফেজ মুহাম্মদ আরিফ বিল্লার সভাপতিত্বে মোঃ আরিফ বিল্লাহকে সভাপতি, মোঃ সুলাইমান কে সহ-সভাপতি, মোঃ আসাদুল্লাহ কে সাধারণ সম্পাদক ও মোঃ আনোয়ার কে সাংগঠনিক সম্পাদক করে ২০২৫ সনের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। উক্ত কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মনপুরা উপজেলা শাখার সহ-সভাপতি মুহাম্মদ আব্দুর রহমান বাহার।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আজকের ছাত্ররাই আগামীর ভবিষ্যৎ। তাই ছাত্র সমাজ সুন্দর ভাবে তাঁদের জীবনকে পরিচালনা করার জন্য ভালো করে পড়াশোনা করতে হবে। এবং সমাজের মধ্যে ইসলামী হুকুমাত কায়েম করতে হবে। আর এই হুকুমাত কায়েম করার জন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর বিকল্প নেই। তাই সকল ছাত্র সমাজকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এ যোগ দেওয়ার আহবান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মনিরুল ইসলাম, সভাপতি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ২নং হাজির হাট ইউনিয়ন শাখা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আবু ইউছুফ সাধারণ সম্পাদক ইসলমী ছাত্র আন্দোলন বাংলাদেশ মনপুরা উপজেলা শাখা। এ ছাড়া ইউনিয়নের দায়িত্বশীল ও গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।