আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ শুক্রবার, ৬ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জুন, ২০২৫ ইং, ২২শে জিলহজ্জ, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

মনপুরায় বেড়ি বাধের নিচে চাপা পড়ে ওমর নামের ১২ বছরের শিশুর মৃত্যু

রিয়াজ উদ্দিন, মনপুরা উপজেলা প্রতিনিধিঃ ভোলার মনপুরা উপজেলায় অসম্পূর্ণ বেড়িবাঁধের বালিতে চাপা পড়ে ওমর (১২) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ মে) বিকেল ৪টার দিকে মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ মাছঘাটের পূর্বপাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওমর মনপুরা ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা মনিরের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় রামনেওয়াজ মাছঘাট থেকে বেড়িবাঁধের ওপর দিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ ভারি বৃষ্টির পানিতে তৈরি হওয়া একটি নালায় পা পিছলে পড়ে যায় ওমর। এ সময় বেড়িবাঁধের চড়া বালু তার ওপর ধসে পড়ে এবং সে চাপা পড়ে নিখোঁজ হয়ে যায়।
নিখোঁজ হওয়ার পর পরিবার ও এলাকাবাসী অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। পরদিন বিকেলে এক পথচারী বালুর মধ্যে একটি পা দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয় লোকজন এসে দ্রুত বালু সরিয়ে ওমরের নিথর দেহ উদ্ধার করে।
নিহতের দাদা জানান, “আমরা মনে করেছিলাম হয়তো ও কারও বাড়ি আশ্রয় নিয়েছে। সারারাত খোঁজাখুঁজি করেও ওর কোনো খোঁজ পাইনি। আজ এক পথচারীর চোখে ধরা না পড়লে হয়তো ওকে খুঁজেই পাওয়া যেত না।”
এ বিষয়ে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির বলেন, “ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি অসম্পূর্ণ বেড়িবাঁধ নির্মাণের মান ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, নির্মাণাধীন বাঁধে উপযুক্ত সতর্কতা বা নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয়দের দাবি, অবিলম্বে ঝুঁকিপূর্ণ ও অসম্পূর্ণ বাঁধসমূহে সতর্কতা চিহ্ন বসানো এবং দ্রুত প্রকল্প সম্পন্ন করে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হোক।

ফেসবুকে লাইক দিন