মনপুরায় ২নং হাজিরহাট ইউনিয়নের উদ্যোগে জামায়াতের কর্মী ও সহযোগী সমাবেশে
মোঃ রিয়াজ উদ্দিন মনপুরা: ১১ ই নভেম্বর রোজ সোমবার ভোলার মনপুরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২ নং হাজীর হাট ইউনিয়নের উদ্যোগে সহযোগী ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। মাওঃ শাহজাহানের সঞ্চালনায় হাফেজ মাওঃ জামাল উদ্দিনের সভাপতিত্ব সামবেশ শুরু হয়।
সামবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ জহির মোঃ বাবর, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও বরিশাল মহানগরীর আমির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহে আলম, অঞ্চল সদস্য বরিশাল,আরও উপস্থিত ছিলেন জনাব মাওঃ জাকির হোসেন, কর্ম পরিষদ সদস্য, ভোলা জেলা। আরও উপস্থিত ছিলেন জনাব,মোঃ আমির হোসেন,কর্ম পরিষদ সদস্য, ভোলা জেলা। আরও উপস্থিত ছিলেন জনাব, হাফেজ মাওঃ রফিকুল ইসলাম আমির মনপুরা উপজেলা, আরও উপস্থিত ছিলেন উপজেলা নায়বে আমির,মাওঃ আমিমুল ইহসান জসিম আরও উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি,মোঃ নুরনবী শিবলী আরও উপস্থিত ছিলেন মাওঃ শামসুদ্দিন কর্মপরিষদ সদস্য সহ উপজেলা কর্মপরিষদ সদস্য ও বিভিন্ন ইউনিয়নের আমির ও কর্মপরিষদ সদস্যবৃন্ধ।
প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে স্বাধীনতা অর্জন হয়েছে তা কোন সৈরাচারের হাতে তুলে দেওয়া যাবেনা। তিনি প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন আমরা দেখতে পাচ্ছি আপনার আাশে-পাশে আওয়ামী লীগের পেতাত্তার ভর করছে। আপনি তাদেরকে আপনার পাশ থেকে শরান তা নাহলে এ দেশের জনগন আপনাকেও ক্ষমা করবেনা। বিশেষ অতিথি বক্তব্যে শহে আলম সাহেব বলেন বাংলাদেশের শীর্ষস্থানীয় ২ শতাধিক ব্যাক্তির নিকট থেকে যদি যাকাত আদায় করা হয় তাহলে এদেশের প্রতিটি জনগনকে ২০লক্ষ টাকা করে দেওয়া সম্ভব।
অনুষ্ঠানে হাফেজ মাওঃ রফিকুল ইসলামের দোয়া মুনাজাতের মাধমে আনুষ্ঠান শেষ হয়।