৪ ফুট পানিতে ভাসছে ভোলার মনপুরা, অতিবৃষ্টিতে জনজীবন।
রিয়াজ হাসান, (মনপুরা): টানা বৃষ্টি ও অতিরিক্ত জোয়ার প্রবাহিত হয়ে ভোলার মনপুরায় ১০টি গ্রামের হাজারো মানুষ পানিবন্দি রয়েছে। গত বুধবার থেকে জোয়ারের পানি বিপদসীমার ৬০-৭০ মিটার উপর দিয়ে প্রবাহিত ও অতি ভারী বর্ষণ হচ্ছে। রবিবার থেকে বুধবার পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থান ঘুরে এ চিত্র দেখা যায়। বেড়িবাঁধের বাহিরের বাসিন্দাদের মধ্যে দেখা যায় চরম আতঙ্ক।
আজ দুপুরের দিকে উপজেলার বেড়িবাঁধ এলাকায় গিয়ে দেখা গেছে, প্রচণ্ড বাতাস বইছে। নদীর পানি স্বাভাবিক জোয়ারের তুলনায় বিপৎসীমার ৬০-৭০ মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উপজেলার ২নং হাজির হাট ইউনিয়নের দাসের হাট, চর মরিয়ম, সোনার চর ১নং মনপুরা ইউনিয়নে নাঈবের হাট, কাউয়ারটেক এবং ৩ নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের আলমবাজার, মাষ্টার হাট ৪ নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের কোরালীয়া সহ ১০ গ্রামের কয়েক হাজার মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন। এইসময় পানিবন্দি বাসিন্দারা বলেন বাড়ির ভেতরে পানি ওঠায় ঠিকমতো রান্নাবান্না করতে পারছে না। উপজেলার বেড়িবাঁধরে বাহিরের মানুষ জানান অতিরিক্ত জোয়ার ও বৃষ্টি করণে নদীর পানি পুকুরে প্রবেশ করে পুকুরের মাছ ভেসে গেছে।
এছাড়াও মনপুরা উপজেলা থেকে বিচ্ছিন্ন চর অঞ্চল চর কলাতলী ডালচরে ২০ হাজার মানুষ ৫ দিন পানিবন্দি অবস্থায় রয়েছে বেড়িবাঁধ না থাকায় চরম আতঙ্কিত রয়েছে সেখানে বসবাসরত বাসিন্দরা। বাসিন্দরা জানান বৃষ্টি ও অতিরিক্ত জোয়ার রাস্তা পানির নিচে ডুবে চলাচলে সমস্যা তৈরী হচ্ছে। বাড়ির ভেতরে পানি ওঠায় বাসিন্দারা ঠিকমতো রান্নাবান্না করতে পারছি না।
মনপুরা উপজেলা নির্বাহী অফিসার জানান, ইতিমধ্যেই আমি কয়েকটি গ্রাম পরিদর্শন করেছি। পানিবন্দী মানুষদের আশ্রয়ন কেন্দ্রে আনার জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।