মনপুরায় কারো বাড়ি ঘরে হামলা হলে আমি বাদী হয়ে মামলা করবো- জামায়াত আমীর
নিউজ ডেস্ক: আওয়ামী সরকাররের পতনের পর দেশের বিভিন্ন স্থানে হামলা ও লুটপাটের তীব্র প্রতিবাদ জানিয়েছেন মনপুরা জামায়াত ইসলামের আমীর হাফেজ মাওলানা রফিকুল ইসলাম। এ সময় তিনি জামায়াত শিবিরের সকল নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন মনপুরার সর্বস্তরের জনসাধারণের নিরাপত্তা প্রদানের দায়িত্ব জামায়াত শিবিরের সকল নেতাকর্মীদের, কোন ধরনের নৈরাজ্য বরদাস্ত করা হবে না। আপনারা সকল সংখ্যালঘুসহ সর্বস্তরের জনগণকে নিরাপত্তা প্রদান করবেন। মনপুরায় যদি কোথাও মানুষের বাড়িঘর ভাঙচুর হয়,আপনারা প্রতিবাদ করবেন এবং ছবি তুলে রাখবেন। এরপরেও যদি কোথাও কোন মানুষের বাড়িঘর হামলা ভাঙচুর হয় আমি মনপুরা জামায়াত ইসলামের আমির বাদী হয়ে মামলা দায়ের করবো।
চলমান আন্দোলনে নিহত শহীদদের জন্য আজ মনপুরায় দোয়া ও স্মরণসভায় জামায়ত ইসলামের আমীর হাফেজ মাওলানা রফিকুল ইসলাম নেতাকর্মীদের উদ্দেশ্যে উক্ত নির্দেশনা প্রদান করেন ।
উল্লেখ্য, আজ দোয়া ও স্মরণ সভায় মনপুরা উপজেলার জামায়াত ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের পাশাপাশি সকল শ্রেণী পেশার মানুষের উক্ত সভায় জনস্রোত লক্ষ্য করা যায় ।