ভোলায় সুশীল সমাজ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
নিউজ ডেস্ক; বুধবার ৭ জুলাই ভোলা জেলার পুলিশ লাইন্স ড্রিল শেডে পুলিশ সুপার জনাব মোঃ মাহিদুজ্জামান বিপিএম এর সভাপতিত্বে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে জনাব মোঃ মাহিদুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, ভোলা মহোদয় সকল নেতাকর্মীর সাথে কুশলাদি বিনিময় করেন এবং জেলার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, আইন-শৃঙ্খলা রক্ষা করা, সরকারি-বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা করাসহ জেলার সর্বস্তরের জনগণের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য সকলকে আহ্বান জানান এবং সকলে পুলিশ সুপারের সাথে একমত পোষণ করে ভোলা জেলা পুলিশকে সার্বিক সহায়তা করবে বলে আশ্বস্ত করেন।