সর্বজনীন পেনশন স্কীম উপলক্ষে শিক্ষক নেতাদের সাথে মতবিনিময় সভা
আবি আবদুল্লাহ (বিশেষ প্রতিনিধি):১৮ এপ্রিল, বৃহস্পতিবার জেলা প্রশাসক মহোদয়ের হলরুমে সর্বজনীন পেনশন স্কীম সম্পর্কে অবহিত করন উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। উক্ত সভায় সভাপতি ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সম্মানিত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আলমগীর হোসাইন। সভায় উপস্থিত ছিলেন সম্মানিত জেলা শিক্ষা অফিসার জনাব দীপক কুমার হালদার, গবেষণা কর্মকর্তা জনাব মোঃ নুরে আলম সিদ্দিকী, ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়র প্রধান শিক্ষক জনাব মোঃ সফিকুল ইসলাম, বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) এর ভোলা সদর উপজেলা শাখার সভাপতি জনাব মীর আমির হোসেন, বাংলাদেশ জমিয়তুল মোদারেছিন এর জেলা সম্পাদক জনাব মাওলানা মোবাশ্বের উল্লাহ নাঈম, বাংলা বাজার ফাতেমা খানম কলেজ এর সম্মানিত অধ্যক্ষ জনাব মোঃ হারুন অর রশিদ, ওবায়দুল হক কলেজ এর সম্মানিত অধ্যক্ষ জনাব মোঃ এনামুল হক,বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের এর কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি জনাব মোঃ সাইদুল হাসান সেলিম, বাবেশিকফো এর ভোলা সদর উপজেলা শাখার সহসম্মানিত সভাপতি জনাব মোঃ টিপু, সহ-সভাপতি জনাব আবি আবদুল্লাহ, জামিরালতা ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ সহ আরো অন্যান্য শিক্ষক মহোদয়গন উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি মহোদয় বলেন, শিক্ষকগন হচ্ছে জাতি গড়ার কারিগর। তাদের আর্থিক জৌলুস না থাকলে ও সমাজে তাদের সম্মান রয়েছে। তারা প্রতিষ্ঠানে ও দক্ষতার সহিত দায়িত্ব পালন করে যাচ্ছেন শিক্ষক নেতা ও প্রতিষ্ঠানের প্রধান হিসেবে সর্বজনীন পেনশন স্কীম সম্পর্কে শিক্ষক কর্মচারীদের কে অবহিত করতে পারলে তারা পেনশন স্কীমে আগ্রহী হবে। প্রধান অতিথি মহোদয় এ ব্যাপারে শিক্ষক নেতা ও প্রধান শিক্ষকদের অগ্রনী ভূমিকা পালন করার জন্য অনুরোধ করেন।