দৌলতখানে সর্বজনীন পেনশন স্কীম বাস্তবায়নের লক্ষে অবহিতকরণ সভা
এম এ তাহের (দৌলতখান প্রতিনিধি):”সুখে ভরবে আগামী দিন,পেনশন এখন সার্বজনীন” এই স্লোগান সামনে রেখে ভোলার দৌলতখানে সর্বজনীন পেনশন স্কিম মাঠ পর্যায়ে সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষে দৌলতখান উপজেলা সন্মেলন কক্ষে অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ এপ্রিল) বেলা ১১ টায় দৌলতখান উপজেলা প্রশাসনের আয়োজনে অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ কায়সার খসরু।
সভায় পেনশন স্কিমের চারটি ধাপ প্রবাস স্কিম, প্রগতি স্কিম, সুরক্ষা স্কিম ও সমতা স্কিম সম্পর্কিত বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে মাঠ পর্যায়ে জনসচেতনা সৃস্টির লক্ষ্যে ব্যাপক প্রচার প্রচারণা চালানোর সিদ্ধান্ত হয়।
দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার পাঠান মোঃ সাইদুজ্জামান এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার( ভূমি) মুন্নি ইসলামের সঞ্চালনায় অবহিতকরণ সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ মনজুর আলম খান, মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান সিদ্দিক মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান আইনুন নাহার বিনু, থানা অফিসার ইনচার্জ সত্যরঞ্জন খাসকেল, দৌলতখান উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আহবায়ক ওয়াজেদ কবির, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,ব্যাংক কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক নেতৃবৃন্দ, বিভিন্ন মসজিদের ঈমামবৃন্দ,শ্রমিক নেতৃবৃন্দসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।