রাজাপুরে পিএফজির গঠণ বিষয়ক সভা অনুষ্ঠিত
মোঃ মাছুম বিল্লাহ, কাঠালিয়া প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ উপলক্ষে বিভিন্ন শ্রেণির নেতৃবৃন্দের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সাবেক অধ্যক্ষ শাহ জাহান মোল্লা। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সার্বিক সহযোগিতায় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন হাঙার প্রজেক্টের এরিয়া কোঅডিনেটর রাজু জাবেদ ও ফিল্ড কো অডিনেটর রেজবিউল কবির। বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আলম নান্নু, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন মিনু, উপজেলা জাতীয় পার্টির সভাপতি কামরুল ইসলাম দুলাল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন মাতুব্বর ও উপজেলা হিন্দু বৈদ্য খ্রিষ্টান ঐক্য পরিষদের সম্পাদক নিত্যনন্দ সাহা প্রমুখ, সাইডোর নির্বাহি পরিচালক সৈয়দ হোসাইন আহমেদ কামালসহ সমাজে নেতৃত্বদানকারী বিভিন্ন শ্রেণির প্রতিনিধিরা।