দৌলতখানে ইভটিজিং কেন্দ্র করে সংঘর্ষ নিহত-১ , প্রধান আসামি কবিরসহ আটক ৪
এম এ তাহেরঃ, দৌলতখানঃ ভোলার দৌলতখান উপজেলায় ইভটিজিং কে কেন্দ্র করে দু- পক্ষের সংঘর্ষে ১ জন নিহত হওয়ার ঘটনায় প্রধান আসামি কবিরসহ ৪ জনকে আটক করেছে দৌলতখান থানা পুলিশ
সোমবার (১১ মার্চ) সন্ধ্যায় চরখলিফা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দিদারুল্লা গ্রামেএ ঘটনা ঘটে। নিহত ওই আসিফ হোসেন (২০) চরখলিফা ইউনিয়নের দুলাল মালের ছেলে।
স্থানীয়রা জানায়, চরখলিফা ইউনিয়নের দলিল উদ্দিন খায়ের হাটের পশ্চিম পাশের কদমতলা নামক স্থানে নুরু মিয়ার দোকানের পার্শ্ববর্তী এলাকার ছালেম মিয়ার মেয়ে উপজেলার খাদিজা খানম মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থী ছাত্রী সুবর্ণা আক্তার (১৬) বিকালে ঝাল মুড়ি খেতে দোকানে যায়। এসময়ে নিহত আসিফের ভাই আমজাদ ওই শিক্ষার্থীকে ইভটিজিং করেছে এমন অভিযোগে দু-পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে । এ ঘটনার কিছুক্ষণ পর সন্ধ্যা আনুমানিক সাতটার দিকে সুবর্ণার ভাই কবির, আহাদ, শামীম ও তাদের ৮/১০ জন সাঙ্গোপাঙ্গ নিয়ে আসিফ, রাসেল ও আমজাদের ওপর অতর্কিত হামলা চালায় এবং তাদেরকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আসিফের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ভোলা সদর হাসপাতালে রেফার করেন। ভোলা সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দৌলতখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ এরশাদুল হক ভূঁইয়া জানান, ঘটনার পরপরই অভিযান চালিয়ে প্রধান আসামি কবির (২২) তার বাবা ছালেম (৫৫) মা ফিরোজা (৫০) এবং সাকিব নামের একজনকে আটক করা হয়েছে।
তিনি আরো জানান, এ ঘটনায় দৌলতখান থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৪ তারিখঃ১২/৩/২৪। উল্লেখ্য এ ঘটনার কিছুদিন পূর্বে দৌলতখান বাজারের উত্তর মাথায় কিশোর গ্যাংয়ের সদস্যদের লোহার রডের আঘাতে নির্মমভাবে নিহত হয় রাব্বির যে মামলায় মুল আসামী এখনে ধরাছোয়াার বাইরে রয়েছে। পরপর দুটি খুনে দৌলতখানেী জনগন নিরাপত্তা নিয়ে শংকিত আছেন।