আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ মঙ্গলবার, ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই অক্টোবর, ২০২৪ ইং, ১১ই রবিউস-সানি, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

কাউখালীতে অগ্নিকাণ্ডে ব্যবসায়ীর দোকান পুড়ে ছাই

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতাঃ পিরোজপুরের কাউখালীতে অগ্নিকাণ্ডে ব্যবসায়ীর দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এলাকাবাসীর সূত্রে জানা গেছে, উপজেলার চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের দক্ষিণ নিলতি গ্রামের সোহরাব হোসেন খানের ছেলে মেহেদী হোসেনের মুদির দোকান সোমবার গভীর রাতে (২৬ ডিসেম্বর) আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। দোকানের মালিক মেহেদী জানান, এতে প্রায় তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বিদ্যুতের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে।এ সময় দোকানে কেউ ছিলেন না। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আগুন নিভেবার আগেই সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে। চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টু ও কাউখালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ফেসবুকে লাইক দিন