আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ শুক্রবার, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জুন, ২০২৫ ইং, ১৬ই জিলহজ্জ, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

ভোলার মনপুরায় আগুনে পুরে গেল ৭ টি দোকান

মনপুরা প্রতিনিধিঃ ভোলার মনপুরায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে গেছে। শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার হাজীরহাট বাজারের সদর রোডে এ ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে আনুমানিক অর্ধকোটি টাকার ওপরে ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। স্থানীয়রা ও ফায়ার সার্ভিস দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত বলে দাবি করেছেন মনপুরা ফায়ার স্টেশনের স্টেশন কমান্ডার ফজলুর রহমান।
আগুনে পুড়ে যাওয়া দোকানগুলো হল, হাজী লোকমানের মুদি দোকান, আবুল কাশেমের ডিম ও পানের দোকান, ফুয়াদের ফিড দোকান, মাও. নুরনবীর হোমিও ঔষধের দোকান, সালাউদ্দিনের কনফেকশনারী দোকান, সেলিমের পান, মুড়ি ও বিস্কুট দোকান ও মিজানুর রহমানের ঔষধের ফার্মেসী দোকান।
প্রত্যক্ষদর্শী বাজার পাহাড়াদার নুরুল ইসলাম জানান, গভীর রাত সাড়ে ৩টার দিকে হাজীরহাট বাজারের সদর রোডের মাও. নুরনবীর হোমিও ঔষধের দোকান থেকে ধোয়া বের হতে দেখি। পরে হাজীরহাট চেয়ারম্যান নিজাম উদ্দিন হাওলাদারকে মুঠোফোনে অবহিত করি। চেয়ারম্যান ফায়ার সার্ভিসকে খবর দেয়। কিছুক্ষণ পর ফায়ার সার্ভিস লোকজন, স্থানীয়রা দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে সাতটি দোকান পুড়ে গেছে।
এ ব্যাপারে মনপুরা হাজিরহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন হাওলাদার জানান, আগুনে ব্যবসায়ীদের ক্ষতির পরিমাণ নিরুপণ করা হচ্ছে। তবে অর্ধকোটি টাকার ওপরে ক্ষতি হয়েছে।
মনপুরা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কমান্ডার ফজলুর রহমান জানান, হাজীরহাট ইউপি চেয়ারম্যানের কাছ থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়।আগুনে সাতটি দোকান পুড়ে যায়।
মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও ব্যবসায়ীদের সঙ্গে আগুন নিভানোর কাজে সহযোগিতা করে। 
মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতার উদ্যোগ নেওয়া হবে।  

ফেসবুকে লাইক দিন