দৌলতখানে খন্দকার নিজামের স্মরণে দোয়া ও শোক সভা

নাজমুল হাসান: দৌলতখান উপজেলার সাবেক ছাত্র লীগ নেতা ও সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি খন্দকার নিজাম এর স্মরণে বন্ধু মহলের আয়োজনে দোয়া ও শোক সভা অনুষ্ঠিত হয়। দৌলতখান সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে এ সভাটি অনুষ্ঠিত হয়। সভায় দৌলতখান সরকারি স্কুলের প্রাক্তন ছাত্র, বিশিষ্ট ব্যাবসায়ী ও ভোলা ডেভলপমেন্ট ফোরামের নেতা মোঃ জিহাদ হোসেন উজ্জ্বল এর সভাপতিত্বে ও দৌলতখান সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সজ্জন ব্যাক্তি মোঃ সোহাগ এর সঞ্চালনায় সভাটি শুরু হয়। উপস্থিত ছিলেন প্রয়াত নিজামের বন্ধু মহল, সরকারি স্কুলের সাবেক শিক্ষক ফজলুল হক, দৌলতখান সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও প্রেসক্লাবের সাবেক সভাপতি শ,ম ফারুক, দৌলতখান মহিলা কলেজের অধ্যক্ষ জাবির হাছনাইন, দৌলতখান সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বরিশাল চিপ মেট্রোপলিটন মাজিস্ট্রেট ৯৫ ব্যাচের গর্বিত ছাত্র মোঃ আসরাফ হোসেন, সাবেক ছাত্র লীগ নেতা ব্যাংকার মিজানুর রহমান লিটন,ও খায়ের হাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডিজিটাল প্রেসক্লাবের সভাপতি আঃ মান্নানসহ অনেকে। বক্তারা প্রয়াত নিজামের আলোকিত জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। এবং তার বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করেন। উল্লেখ্য ১৩/০৬/২০২৩ তারিখ ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খন্দকার নিজাম।