আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ মঙ্গলবার, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ডিসেম্বর, ২০২৪ ইং, ৭ই জমাদিউস-সানি, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

বরগুনায় রাস্তা সংস্কারের জন্য এলাকাবাসির মানববন্ধন।

নিউজ ডেস্কঃ বরগুনা টু ফুলঝুরি রাস্তাটি দীর্ঘদিন যাবত খাদা খন্দনে পরিণত হয়েছে সেই রাস্তাটি সংস্কারের দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন করেছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় ফুলতলা এলাকায় ঘন্টা ব্যাপী এ মানববন্ধন করে তারা।
বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের একমাত্র চলাচলের রাস্তাটি দীর্ঘদিন যাবত বেহাল অবস্থায় পড়ে আছে। এই এলাকায় ১৫ টি প্রাথমিক বিদ্যালয়, দশটি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা রয়েছে। সে সকল বিদ্যালয় শিক্ষার্থীদের আসা-যাওয়া করতে চরম ভোগান্তিতে পরতে হয়। এ রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ চলাচল করে। যা এখন অনুপযোগী হয়ে পড়েছে।
২০০৭ সালে সিডরের পরে রাস্তাটি মেরামত করা হয়েছে। কিছুদিন পরেই রাস্তাটি ভাঙতে শুরু হয়। রাস্তার দুই পাশে ইট ভাটা রয়েছে। ইট বোঝাই করে প্রতিদিন বড় বড় ট্রাফি, ট্রাক্টর, ট্রলি, টমটম চলাচল করে নষ্ট করে ফেলেছে। যার ফল হিসেবে ভোগান্তি পাড়েছে সাধারন মানুষ।
মানববন্ধনে এলাকাবাসী দাবি করে বলেন, সামনে বর্ষা দিন এই সকল খাদা খন্দনে পানি জমা হয়ে প্রতিদিন দুর্ঘটনা ঘটবে। কোন রোগী চিকিৎসার জন্য জেনারেল হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হতে পারে, তাই বরগুনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে দাবি রাস্তাটি দ্রুত সংস্কার করা হোক।

ফেসবুকে লাইক দিন