ঝালকাঠির কাঠালিয়ায় তুচ্ছ ঘটনায় বীর মুক্তিযোদ্ধার সন্তানসহ পাঁচজন কে কুপিয়ে জখম।
নিউজ ডেস্কঃ কাঁঠালিয়ায় তুচ্ছ ঘটনায় বীরমুক্তিযোদ্ধার সন্তানসহ কমপক্ষে ৫ জনকে কুপিয়ে জখম করেছে দূর্বৃত্তরা। উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের দক্ষিন কৈখালী বাঁশবাড়ী নামক স্থানে এ ঘটনা ঘটে। আহতরা হলেন বীরমুক্তিযোদ্ধার সন্তান নুরুল হক মোল্লা (৫০) এবং একই বাড়ীর মৃত মোকছেদ মোল্লার ছেলে কাঠালিয়া বন্দরের ব্যবসায়ী বৃদ্ধ শাহজাহান মোল্লা (৬০) নুরুল হক মোল্লার স্ত্রী মনিরা বেগম (৪৫) ছেলে শাকিল হোসেন (২০) একই বাড়ীর খালেক মোল্লার স্ত্রী তাজনেহার বেগম (৪৬) খালেক মোল্লার ছেলে জহিরুল ইসলাম (২৩)
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (আমুয়া) ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি হলে বীরমুক্তিযোদ্ধার ছেলে নুরুল হক মোল্লা ও ব্যবসায়ী বৃদ্ধ শাহজাহান মোল্লাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে প্রেরণ করা হয়। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা চলছে। আহত শাহজাহান মোল্লার বড় ভাই আবদুর বারেক মোল্লা জানান, শনিবার দুপুরে তাদের জমিতে তৈরী কুটারকুড় (খড়ের গাদা) বৃষ্টির জন্য পলিথিন দিয়ে ঢেকে দেওয়া এবং কুড়ের পাশে মাটি দিয়ে উচু করছিল শাহজাহান মোল্লা, নুরুল হক মোল্লা এবং তাদের কাজের লোক আঃ রহিম হাওলাদার।
এসময় একই বাড়ীর মৃত মতিউর রহমানের ছেলে জাকির হোসেন ও তার ভাই জালাল হোসেন জমি নিজেদের দাবী করে কাজে বাঁধা দেন। এনিয়ে উভয়ের মধ্যে তর্কবির্তক হয়। এক পর্যায় জাকিরের অপর ভাই সালাম, কামাল হোসেন, সালামের ছেলে ছলেমান, কামাল হোসেনের ছেলে ইমরান এবং একই বাড়ির আঃ আজিজের ছেলে মাহবুব ও আঃ রহিম মিলে লাঠি দিয়ে পিটিয়ে এবং দাও দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম শাহজাহান মোল্লা ও নুরুল হক মোল্লা ও তাদের লোকজনদের।
এ সময় ঝগড়া থামাতে গিয়ে আহত হয় আঃ বারেক মোল্লার ছেলে ফারুক হোসেন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (আমুয়া) নিয়ে যান। অভিযুক্ত সালাম হাওলাদার জানান, তাদের কেনা জমিতে মাটি কাটেন শাহজাহান মোল্লা ও নুরুল হক মোল্লা এবং তাদের লোকজন। বাঁধা দিলে তাকেসহ তার লোকজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। তিনিসহ তাদের বেশ কয়েকজন বরগুনা জেলার বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
থানার ওসি মো.শহীদুল ইসলাম জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।