আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ বৃহস্পতিবার, ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে মার্চ, ২০২৫ ইং, ২৬শে রমযান, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত!!

আল মাহামুদঃ-
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজের উদ্যোগে র‍্যালি ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সকাল ছয়টায় ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে অবস্থিত শহীদ বেদীতে কলেজের অধ্যক্ষ মোঃ রাজিউর রহমান, সিনিয়র শিক্ষক মোঃ মোতাছিম বিল্লাহ, সহকারী শিক্ষক মনির হোসেন সহকারী শিক্ষক আবুল কাশেম সহকারী শিক্ষক মোঃ মহিউদ্দিন, সহকারী শিক্ষক মারজান বেগম ও কলেজের কর্মচারীবৃন্দ একত্রিত হয়ে শহীদ বেদীতে পুষ্প মাল্য অর্পণ করেন,শহীদদের স্মরণে কলেজের পক্ষ থেকে একটি মৌল মিছিল বের করা হয় ।মিছিলটি কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয় এবং কলেজের হলরুমে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। আলোচনা সভায় সিনিয়র শিক্ষক মোঃ মোতাছিম বিল্লাহ সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ মোঃ রাজিউর রহমান , কলেজের শিক্ষক ও অভিভাবক,অতিথি,ছাত্র,ছাত্রীরা অংশ নিয়ে শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন। এরপর সাধারণ জনগণের জন্য কলেজ ক্যাম্পাসে মেডিকেল ক্যাম্পে ফ্রি রোগী দেখা হয় এবং বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়।

ফেসবুকে লাইক দিন