দেশবাসীকে সোনার বাংলা গড়ার শপথ করালেন প্রধানমন্ত্রী

ভোলার খবর ডেস্ক :
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব-বর্ষ উপলক্ষে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে দেশবাসীকে শপথবাক্য পাঠ করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন জেলায় বিজয় দিবসের নির্ধারিত ভেন্যুতে জাতীয় পতাকা হাতে শপথে অংশ নেন সব শ্রেণি-পেশার মানুষ।বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠানস্থলে আসেন।এরপরই জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।কিছুক্ষণ পরেই জাতীকে শপথ করাতে প্রধানমন্ত্রী মঞ্চে উঠেন। এ সময় প্রধানমন্ত্রীর পাশে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা।মহাবিজয়ের মহানায়ক শিরোনামে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের কেন্দ্রীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।