আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ রবিবার, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ ইং, ১১ই রবিউল-আউয়াল, ১৪৪৬ হিজরী

আগামী ১৬ই ডিশেম্বর হবে আনন্দ পাঠশালার কুইজ বিজয়দের পুরুস্কার বিতরন

শিক্ষা প্রতিনিধি##

আগামী 16 ই ডিসেম্বর ২০২১ বিজয় দিবস এবং সুবর্ণ জয়ন্তী উদযাপনে বিকেল ৩টায় ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের শহিদ মিনার প্রঙ্গনে কুইজ বিজয়ীদের নাম ঘোষণা করে পুরুস্কার বিতরন করা হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মামুন আল ফারুক, বিশেষ অতিথি হিসাবে থাকবেন ভোলা নাজিউর রহমান কলেজের প্রভাষক ও সাংবাদিক জুন্ন রায়হান, শিক্ষা উপ. সহ. প্রকৌশলী মনির হোসেন, পরিবার পরিকপ্লনা কর্মকর্তা মোঃ জামাল উদ্দিন, সাংবাদিক ছোটন শাহা, দৈনিক ভোলার বানীর পত্রিকার ব্যাবস্থানা সম্পাদক ইমরান হোসেনসহ আরো অনেকে।

মূলত মাস ব্যাপী ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শিশুদের নিয়ে আগামী বিজয় দিবসকে সামনে রেখে জমে উঠেছে বিনা পয়সার আনন্দ পাঠশালা।। শিশুরা হাসবে খেলবে শিখবে বিনামূল্যের আনন্দ পাঠশালায়, এ স্লোগানকে সামনে নিয়ে, আনন্দ পাঠশালা কার্যক্রমটি প্রায় প্রতি বছর শিক্ষার্থীদের নিয়ে নানামুখী কল্যানমূলক কর্মসূচি গ্রহন করে এসেছেন অত্যান্ত সুনামের সহিত।।

এদিকে আনন্দ পাঠশালর তত্ত্বাবধায়ক ফাতেমা খানম কলেজের উপাদক্ষ্য বিল্লাহ হোসেন জুয়েল জানান, এ কার্যক্রমটি পর্যায়ক্রমে ভোলা সদর উপজেলার উল্লেখযোগ্য বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকে উপদেষ্টা রেখে আরো গতিশীল করা হবে এবং অব্যাহত থাকবে এ ধরনের আরো সমাজ কল্যানমূলক নানা কর্মসুচি।। বিনা পয়শায় আনন্দ পাঠশালার প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক মনির আহাম্মেদ জানান, আমার আয়ের ১৫ ভাগ অর্থ আমি জনকল্যাণ শিক্ষা বিস্তারে খবর করবো এবং শিশুদের কল্যানের কাজ করবে অবসর সময়ে ইনশাআল্লাহ।

আনন্দ পাঠশালা প্রধান সমন্বয়ক, জাভেদ মাহামুদ ফিরোজ জানান, ইতোমধ্যে আনন্দ পাঠশালায় ভোলার শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতার সৃজন 1 সৃজন 2 অতিবাহিত করে ফাইল রাউন্ড ও গ্রহন করা হয়েছে আগামী ১৬ ডিশেম্বর একজম কালো অনুষ্ঠানের মধ্যো দিয়ে ফলাফল ঘোষনা করা হবে এবং পুরুসর প্রদান করা হবে।।

উল্ল্যখ সম্পাদক মাকসুদুর রহমানের উদ্বোধনের মাধ্যমে শুরু হওয়া প্রভাতী কুইজের ১ম সিজনের ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হল শুক্রবার (২৬ নভেম্বর) বিকাল ৩ টায় ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের শহীদ মিনার প্রাঙ্গনে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলতাজের রহমান কলেজের সহকারি অধ্যাপক হালিমা আক্তার ঝর্না, ফাতেমা খানম কলেজের উপাধ্যক্ষ বিল্লাল হোসেন জুয়েল, শিক্ষক রিয়াজ উদ্দিন, জাকির হোসেন, ও দিদার হোসেন, মনির আহামেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা নিউজের প্রকাশক ও সম্পাদক এডভোকেট মনিরুল ইসলাম। ফাইনাল রাউন্ডে ৫ম শ্রেনীর শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠানটি সফল ও সার্থক করে তোলে।।

ফেসবুকে লাইক দিন