অপরাধ দমনে ওসি মনপুরার প্রশংসিত ভূমিকা,সাজাপ্রাপ্ত আসামি প্রেপ্তার।।

আল মাহামুদ##
মনপুরায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি মোঃ বেলাল পাটোয়ারীকে গ্রেপ্তার করা হয়। গতকাল ২৯,১০,২০২১ তারিখ রাতে তাকে গ্রেপ্তার করা হয়। তার পিতা মৃত নজির আহমেদ পাটোয়ারী।
উক্ত গ্রেফতার অভিযানের ছিলেন এ এস আই( নিরস্ত্র) মোঃ আবুবকর সিদ্দিক, কনস্টেবল মোঃ মেহেদী ও মোঃ আল-আমিন।
আসামিকে জিআার ০৪/১৪(মনপুরা) ৪৮৫/৩২৩/৩৮২/৫০৬(২) দাঁড়ায় দোষী সাব্যস্ত করে দশ বছরের কারাদণ্ড ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদন্ডে দন্ডিত করা হয়।