আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ বুধবার, ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই মে, ২০২৪ ইং, ২৮শে শাওয়াল, ১৪৪৫ হিজরী
সর্বশেষঃ

লেখক জাকারিয়া আজমের কবিতা – বেলাশেষে !

সাগরিকা,তোমায় কতবার বললাম,
মেঘ দেখতে কালো হয়,
আঁধার কিন্তু আরও বেশি কালো,
কলংক ঢেড় বেশি কালো,
তারপরও সব তুমি আঁকড়ে ধরলে,
জানতেও চাইলেনা সে সব,
আমার ভাবনায় এখনও তুমি,
পৃথিবী যখন ঘুমিয়ে যায়,
নিরন্ন নিদ্রায়,
নিশিত তখন প্রকৃতির ঘুমাবার সময়,
আমি তখন জেগে থাকি,
বুকে নিয়ে বেদনার ঢেউ,
অকস্মাৎ গভীর রাতে ঘুম ভেঙে দেখি,
জীবনের যোগফল ভুল শুধু ভুল!
সাগরিকা, ফিরে এসো,
ফিরে এসো মোহনায়

(জাকারিয়া আজম)
প্রভাষক,হাফিজ ইব্রাহিম মহাবিদ্যালয়,
বোরহানউদ্দিন-ভোলা।

ফেসবুকে লাইক দিন