আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ বুধবার, ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই জুলাই, ২০২৫ ইং, ১৩ই মুহাররম, ১৪৪৭ হিজরী
সর্বশেষঃ

ভোলা জেলা ছাত্রদল সভাপতির উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

মেশকাত আহমেদ: ভোলা জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. জসিম উদ্দিনসহ তার পরিবারের উপর হামলার প্রতিবাদ ও বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ জুন) প্রেসক্লাবের সামনে ভোলা সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে এই মানববন্ধন করা হয়। কলেজ ছাত্রদলের সদস্য সচিব ফজলুল করিম ছোটনের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুগ্ম-আহবায়ক আরাফাত ইসলাম ইফতি, যু্গ্ম-আহ্বায়ক তানবীর হোসেন শুভ ও সদস্য আব্বাস হোসেন তানজিল। এসময় বক্তরা জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিনসহ তার পরিবারের উপর হামলার প্রতিবাদ জানানোর পাশাপাশি সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে পুলিশ-প্রশাসনকে আহ্বান জানান। মানববন্ধনে ছাত্রদল নেতা আবদুস সামাদ, ফজলে রাব্বি, জাকারিয়া আরিফ, সাকিব হোসেন শাখাওয়াত, মোহাম্মদ রাজু ও সাফায়াত হোসেন সাফীসহ কলেজ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন