আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ শুক্রবার, ৬ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জুন, ২০২৫ ইং, ২২শে জিলহজ্জ, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

ভোলায় ওষুধ ব্যবসায়ীদের ৪ দফা দাবিতে মানববন্ধন

মোঃ রাজিউর রহমান: আজ বৃহস্পতিবার ২২ মে ভোলা জেলার ওষুধ ব্যবসায়ীদের ন্যায্য অধিকার আদায়ে ৪ দফা দাবি তুলে ধরে মানববন্ধন করেছে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টস সমিতি, ভোলা জেলা শাখা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভোলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টস সমিতির আয়োজিত এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন জেলার বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ ও ফার্মেসি মালিকরা। মানববন্ধনে বক্তব্য রাখেন ভোলা জেলার সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিনসহ অন্যান্য জেলা নেতারা। ব্যবসায়ীদের ৪ দফা দাবিগুলো হলো: ওষুধ বিক্রিতে কমিশন বৃদ্ধি করা, মেয়াদোত্তীর্ণ ওষুধ দ্রুত ফেরত নেওয়া ও প্রতিস্থাপনের ব্যবস্থা করা, ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসিতে ওষুধ কোম্পানির সরবরাহ বন্ধ করা এবং সব ধরনের ওষুধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ করা। নেতৃবৃন্দ বলেন, “এই দাবিগুলো বাস্তবায়ন না হলে ব্যবসায়ীরা চরম ক্ষতিগ্রস্ত হবেন এবং সাধারণ জনগণেরও স্বাস্থ্যসেবা বাধাগ্রস্ত হবে।” তারা দ্রুত সময়ের মধ্যে এসব দাবি বাস্তবায়নের আহ্বান জানান এবং দাবি আদায় না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

ফেসবুকে লাইক দিন