আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ বৃহস্পতিবার, ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে মার্চ, ২০২৫ ইং, ২৬শে রমযান, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

ভোলায় যক্ষা রোগ প্রতিরোধে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা

আবি আবদুল্লাহ (বিশেষ প্রতিনিধি ): আজ সকাল ১০ ঘটিকায় ভোলা রিপোর্টার্স ইউনিটি হল রুমে নাটাব ভোলা জেলা শাখার আয়োজনে যক্ষা রোগ প্রতিরোধে শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেছেন জনাব ডা: মু: মনিরুল ইসলাম সিভিল সার্জন ভোলা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের সাবেক সিভিল সার্জন জনাব ডা:এটিএম মিজানুর রহমান। উক্ত সভায় সভাপতিত্ব করেন ভোলা জেলা বাংলাদেশ জাতীয় যক্ষা রোগ নিরোধ সমিতি (নাটাব) এর সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ মুহাম্মদ শওকাত হোসেন। সভায় ভোলা সদর উপজেলাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকদের নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত সভায় সম্মানিত প্রধান অতিথি জনাব ডা: মুহাম্মদ মনিরুল ইসলাম মহোদয় যক্ষা কি? যক্ষার লক্ষ্মণ সমূহ ও প্রতিকার সম্পর্কে সচেতন থাকার জন্য বলেন। সমাজে বিভিন্ন শ্রেণির পেশায় জড়িত লোকদের মধ্যে যক্ষা রোগের লক্ষ্মণ দেখা দিলে যথা সময়ে চিকিৎসা নেওয়ার জন্য উপদেশ দিতে বলেন। উক্ত সভার সঞ্চালনায় ছিলেন চরনোয়াবাদ মুসলিম মাধ্যমিক বিদ্যালয় এর সাবেক প্রধান শিক্ষক জনাব মুঃ আবু তাহের।

ফেসবুকে লাইক দিন