ক্যাডেট কেয়ার ভোলা ক্যাম্পাসের ওরিন্টেশন প্রোগ্রাম

নিউজ ডেস্ক: গতকাল ওরিয়েন্টেশন প্রোগ্রাম এর মাধ্যমে ক্যাডেট কেয়ার ভোলা ক্যাম্পাসের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থি ছিলেন বায়জিদ রায়হান (এক্স ক্যাডেট), সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ভোলা।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমি নিজে বরিশাল ক্যাডেট কলেজে অধ্যয়ণ করেছি, তোমাদেরকে ক্যাডেট ভর্তির জন্য একটি চ্যালেঞ্জ নিতে হবে। ক্যাডেট ভর্তি কোচিং হিসেবে ক্যাডেট কেয়ার ভোলা ক্যাম্পাসের মাধ্যমে তোমরা শিক্ষার্থীরা সে চ্যালেঞ্জটি বাস্তবায়ন করবে প্রত্যাশা করছি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফরিদ উদ্দিন সহকারি অধ্যাপক, উদ্ভিদবিজ্ঞান, সরকারি শেখ ফজিলাতুন্নেসা মহিলা কলেজ ভোলা। তিনি বলেন, ভোলায় ক্যাডেট ভর্তির জন্য কোন কোচিং ছিলনা ক্যাডেট কেয়ার ভোলা ক্যাম্পাস এর মাধ্যমে ভোলার শিক্ষার্থীরা ক্যাডেট ভর্তিতে প্রস্তুতি নিতে সহায়ক হবে। আমি ক্যাডেট কেয়ার এর সাথে সংশ্লিষ্ট পরিচালকবৃন্দের এ উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আশরাফুল আলম, চেয়ারম্যান ক্যাডেট কেয়ার ভোলা ক্যাম্পাস এবং সহকারি প্রধান শিক্ষক, টবগী মাধ্যমিক বিদ্যালয়, ভোলা।
স্বাগত বক্তব্য রাখেন মোঃ বিল্লাল হোসেন জুয়েল, ক্যাডেট কেয়ার ভোলা ক্যাম্পাসের ব্যবস্থাপনা পরিচালক ও সহকারী অধ্যাপক, সমাজকর্ম বিভাগ, বাংলাবাজার ফাতেমা খানম কলেজ, তিনি বক্তব্যে ক্যাডেট কেয়ার ভোলা ক্যাম্পাসের বর্তমান ও ভবিষ্যত কর্মপরিকল্পনা তুলে ধরেন।
পরিচালকবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন আব্দুর রহমান বাবলু, প্রধান শিক্ষক, পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়, মোঃ ফখরুল আলম, সহকারী অধ্যাপক, সমাজকর্ম, ইলিশা ইসলামীয়া মডেল কলেজ, মোঃ আমিনুল ইসলাম জামাল, প্রভাষক, আলতাজের রহমান ডিগ্রি কলেজ, সহকারী, শিক্ষক অধৈত চন্দ্র দে, ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়, মোঃ ইসমাইল হোসেন, সহকারী শিক্ষক, মাসুমা খানম বালিকা মাধ্যামক বিদ্যালয় মোঃ জুকরান হোসেন কিরন, সহকারী শিক্ষক, ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন, ইলিশা ইসলামীয়া মডেল কলেজের সমাজবিজ্ঞানের সিনিয়র প্রভাষক, পাপন চন্দ্র দে সহ অন্যান্য অভিভাবকবৃন্দ।
ক্যাডেট কেয়ার ভোলা ক্যাম্পাসের শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, মোঃ নাজমুল হাসান, প্রভাষক, বাংলা, বাংলাবাজার ফাতেমা খানম কলেজ, মোঃ শিহাব উদ্দিন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্যাডেট কেয়ার ভোলা ক্যাম্পাসের শিক্ষক, মোঃ মনিরুল ইসলাম।