দৌলতখানের মদনপুর ইউনিয়নে হাফিজ সেনা স্পোর্টিং ক্লাব উদ্ভোধন

দেলৈতখান প্রতিনিধিঃ ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম এর শক্তিশালী করার উদ্দেশ্যে ভোলা জেলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের আবাসন সংলগ্ন বাজারে হাফিজ সেনা স্পোর্টিং ক্লাব উদ্ভোধন করা হয়েছে।
মদনপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আবুল কালাম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা শ্রমিক দলের মহিলা বিষয়ক সম্পাদিকা ও ভোলা পৌরসভা মহিলা দলের সাধারণ সম্পাদিকা গোলেনুর বেগম, ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, বিএনপি’র সমর্থিত শিক্ষক সমিতির প্রতিনিধি শিক্ষক মোঃ আল আমিন, মদনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ শেখ ফরিদ। হাফিজ সেনা স্পোর্টিং ক্লাবের সদস্য মোঃ জুয়েল এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মদনপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি জাহাঙ্গীর ফিটার, ২নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মোঃ হাসান, ২নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ জুয়েল ও হাফিজ সেনা স্পোর্টিং ক্লাব পরিচালনার অন্যতম সদস্য মোঃ মিরাজ, মোঃ জুয়েল, মোঃ রাকিব এবং মোহাম্মদ আলী সহ স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের কয়েকশত নেতাকর্মী।