জামায়াতের পক্ষ থেকে বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদের মাঝে সহায়তা প্রদান।
নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অদ্য ভোলা জেলার বিভিন্ন উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন তাদের পরিবারের সদস্যদের মাঝে প্রত্যেককে নগদ এক লাখ টাকা করে ৪৪ জনকে ৪৪ লক্ষ টাকা প্রদান করা হয়। উক্ত আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহঃকারী সেক্রেটারী জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও বরিশাল অঞ্চলের টিম সদস্য মাওলানা এ কে এম ফখরুদ্দিন খান রাজি , মাওঃ মোস্তফা কামাল, ভোলা জেলা সভাপতি ও সেক্রেটারী মাষ্টার জাকির হোসেন ও মাওঃ হারুন উর রশীদ। এছাড়াও জেলা, উপজেলা এবং ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।