আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ বুধবার, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই ডিসেম্বর, ২০২৪ ইং, ৭ই জমাদিউস-সানি, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

দৌলতখানে এইচ এস সি পরীক্ষার্থী জিতুর আত্মহত্যা।

নাজমুল হাসান রাসেল, দৌলডখান প্রতিনিধি: দৌলতখান উপজেলা র চরখলিফা ইউনিয়নের দিদারউল্ল্যা ৬ নং ওয়ার্ডের কালুমৃধা বাড়ির মরহুম কাঞ্চন মিয়ার (বীর মুক্তি যোদ্ধা) নাতি। সদ্য চলমান এইচ এস সি পরীক্ষার্থী জোবায়ের হোসেন জিতু আজ সকাল ১১.৩০ মিনিটের সময় তার নিজ ঘরের পাটাতনে উঠে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এ ঘটনায় তার বাবা দিদারউল্ল্যাহ সরকারি প্রথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জসিম উদ্দিন সহ আত্মীয় স্বজন ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। পারিবারিক সুত্রে জানাগেছে, বেশ কয়েক মাস আগে থেকেই জিতু মানসিক ভাবে অসুস্থ। তার চিকিৎসা চলমান আছে। সহপাঠী ও একাধিক সুত্রের দাবী চলমান এইচ এস সি পরীক্ষা খারাপ হওয়ার কারনে মানষিক ভাবে ভেঙে পরে জিতু। হয়তো এ কারনেও ঘটতে পারে। রিপোর্ট লেখা পর্যন্ত জিতুর লাশ তার নিজ বাড়িতেই আছে। শোকে স্তব্ধ পরিবারের সাথে কথা বলা যায়নি। জিতুর পরিবারে মা, বাবা, একভাই ও এক বোন ছিলো। জিতু ছিলো পরিবারের বড় সন্তান।

ফেসবুকে লাইক দিন