বরিশাল রেঞ্জ শ্রেষ্ঠ পুলিশ উপ-পরিদর্শক সামিম সরদার !!
নিউজ ডেস্কঃ- ভোলায় উদ্ধার অভিযান পরিচালনা ও প্রতারক চক্র নিয়ন্ত্রণে ব্যাপক অবদান রাখায় বরিশাল রেঞ্জ শ্রেষ্ঠ পুরস্কার প্রাপ্ত হন ভোলা সাইবার ক্রাইম ইউনিটের পুলিশ উপ-পরিদর্শক সামিম সরদার। ভোলা পুলিশ সুপার কার্যালয়ের তথ্যসূত্রে দেখা যায়, এস আই শামিম, সাইবার ক্রাইম অপরাধ নিয়ন্ত্রণ, বিকাশ প্রতারক চক্র আটক, ফেসবুক ফেক আইডি প্রতারক চক্র নিয়ন্ত্রণ, মেসেঞ্জার whatsapp জ্বীন বাদশা প্রতারক চক্র আটক, নগদ একাউন্ট হ্যাকচক্র আটকসহ নানা অপরাধ নিয়ন্ত্রণে ভোলা জেলা গোয়েন্দা সংস্থার সাইবার ক্রাইম ইউনিটের এস.আই সামিম ব্যাপক অবদান রাখেন। আজ ১১ ই সেপ্টেম্বর ২০২৩ইং বরিশাল রেঞ্জ কার্যালয়ের সম্মেলন কক্ষে রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জামিল হাসান, বিপিএম-সেবা, পিপিএম এবং মোহাম্মদ মাহিদুজ্জামান পুলিশ সুপার, ভোলা এর উপস্থিতিতে মাসিক অপরাধ পর্যাআলোচনা সভায় সামিম সরদারকে শ্রেষ্ঠ পুলিশ উপ-পরিদর্শক নির্বাচিত করে এ সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। বিষয়টি নিয়ে ভোলা সাইবার ক্রাইম ইউনিটের ওসি সাঈদ আহমেদ জানান, এস.আই সামিম একজন দায়িত্বশীল পুলিশ অফিসার, যে কোন অপরাধ নিয়ন্ত্রনে এসআই শামীম তার দায়িত্বের প্রতি শ্রদ্ধাশীল তাহার এ প্রাপ্তি সাইবার ক্রাইম ইউনিটের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
উল্লেখ্য পুলিশ উপ-পরিদর্শক সামিম সরদারের ভালো কাজের জন্য বরিশাল রেঞ্জ শ্রেষ্ঠ পুরস্কার প্রাপ্তিতে সাইবার ক্রাইম ইউনিটের সকল সদস্যদের মধ্যে অনুপ্রেরণা জাগিয়েছেন এবং সর্বমোহল থেকে সামিমকে শুভেচ্ছা জানানো হয়েছে।।