আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ মঙ্গলবার, ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৪ ইং, ১৩ই শাওয়াল, ১৪৪৫ হিজরী
সর্বশেষঃ

ভোলায় পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ৩

ভোলার খবর ডেস্ক: ভোলার-ভেদুরিয়া ফেরিঘাট ও ভোলা চরফ্যাশন মহাসড়কের কুঞ্জেরহাট পৃথক দুর্ঘটনায় নিহত হয়েছেন তিনজন। বৃহস্পতিবার ২৭ এপ্রিল ভোলা চফ্যোশন সড়কের কুঞ্জরেহাট এলাকায় সকাল ৮ টা ৪০ মিনিটের সময় কুঞ্জেরহাটের দক্ষিণ পাশে বৈদ্যেরপোল বাজারে বাস-মটরসাইকেল সংঘর্ষে মটরসাইকেল আরোহী ২ ব্যক্তি ঘটনাস্থলে নিহত হন। নিহত দুইজনের মধ্যে ১ জনের বাড়ি স্থানীয় চৌমুহনী বাজার এলাকার শরীফ বাড়ির আঃ রহিম শরীফের ছেলে মনির শরীফ (৪২) ও নিহত মনির শরীফের ছোট মেয়ের জামাতা বৈদ্যারপুল এলাকার হাজী বাড়ীর আব্দুল হাজীর ছেলে আলী আসগর (২৬)। নিহত মানির ছোট জামাতা আলী আজগরকে নিয়ে বড় জামাতার নানির জানাজায় অংশ নেওয়ার উদ্দেশ্য যাওয়ার পথে বৈদ্যারপুল বাজারে মুল সড়কে উঠতে হঠাৎ বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহি বাস “মা জাহান” (সাজমী সুপার) বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে নিহত হন। উল্লেখ্য নিহত মনির শরীফের ছোট মেয়ে লাকীর সাথে নিহত আলী আসগর গত ফেব্রুয়ারী মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত বোরহানউদ্দিন থানাসুত্রে জানা যায়, নিহত মনিরের স্ত্রী জুলেখা বাদী হয়ে মামলার প্রস্তুতি চলছে।
এছাড়া ভোলার-ভেদুরিয়া ফেরিঘাট সড়কের পরানগঞ্জ বাজার রবি টাওয়ার সংলগ্ন কাভার্ডভ্যানের ধাক্কায় আরিফ (২৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। নিহত আরিফ ভোলা সদর পূর্ব ইলিশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মো: আলীর ছেলে। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন ফকির জানান, একটি ভ্যান পরানগঞ্জ বাজারের দিকে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে ভ্যানটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক আরিফের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাভার্ডভ্যানটি আটক করলেও চালক পালিয়ে যায়।

ফেসবুকে লাইক দিন