বরিশাল রেঞ্জের সেরা পুলিশ সুপার ভোলার এসপি !!
শহর প্রতিনিধিঃ-ভোলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন। মদক নির্মূল, ক্লুবিহীন হত্যা রহস্য উৎঘাটন, জেলায় পুরোপুরি হত্যা দর্শন বন্ধ করে ভোলাকে শান্তির জেলাতে রুপান্তিত করায় এবার বরিশাল বিভাগের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন। জেলার অপরিকল্পিত সদর রোডকে চলাচল উপযোগী করে তোলায় এবং শহরের প্রাণ কেন্দ্র নতুনবাজার কে যানজট মুক্ত করে চলাচল উপযোগী করায় ভোলার মানুষকে স্বস্তিতে চলাচলের উপযোগী করা সহ সকল ক্যাটাগরিতে বিভাগের সেরা এসপি নির্বাচিত হওয়ায় জেলার রাজনৈতিক,সামাজিক ও সংস্কৃতিক সংঘঠনের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন ক্যরিশম্যাটিক এই পুলিশ সুপারকে।