আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ মঙ্গলবার, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ডিসেম্বর, ২০২৪ ইং, ৭ই জমাদিউস-সানি, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

ভোলায় নির্বাচনে হামলায় নিহত ১ ,পোস্টমর্টেম ছাড়াই দাফনের চাপ।।

চরফ্যাশন প্রতিনিধি।।চরফ্যাশনের নীল কমল ইউনিয়নের নির্বাচনে একের পর এক সহিংস ঘটনা ঘটে চললেও সেখানকার প্রশাসন নিলিপ্ত ভুমিকা পালন করছে। এরি মধ্যে সতন্ত্র পার্থীর বাড়িতে হামলার ঘটনায় শাহাজল হক দালাল নামের একজন নিহত হয়েছে। নিহতকে দ্রুত পোস্টমর্টেম ছাড়াই কবর দেয়ার চাপ দিচ্ছে প্রতিপক্ষ। গতকাল রাতে মারা গেলেও এখনো কোন প্রকার আইনী পদক্ষেপ নেননি দুলারহাট থানা। নিহতের অসহায় পরিবারটি লাশ নিয়েও শংকার মধ্যে রয়েছে।শাহাজল হক দালাল গত ১৮ ডিসেম্বর চরফ্যাশনের নীলকমলের সতন্ত্র প্রার্থী লিখন চেয়ারম্যান বাড়িতে হামলার সময় নৌকা মার্কার প্রার্থী আলমগীর হাওলাদারের ক্যাডারদের হামলায় গুরুতর আহত হয়। পরে চরফ্যাশন হাসপাতালে ভর্তি হয়। গতরাত ১.৩০মিনিটে চরফ্যাশন হাসপাতালে নিহত হন তিনি। নিহত সাজল হকের পরিবারকে দ্রুত লাশ পোস্টমরটেম ছাড়াই মাটি দেয়ার চাপ দিতেছে আলমগীর হাওলাদারের ক্যাডাররা। এবং তারাই জোর করে আজ ১১ টায় জানাজা পড়ানোর মাইকিংও করতেছে। এ ব্যাপারে দুলারহাট থানার ওসির সাথে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

ফেসবুকে লাইক দিন