ভোলায় যাত্রী সেবায় নির্মিত বিশ্রামাগার সব সময় বন্ধ, প্রশাসনের দৃষ্টি কামনা!!
ভোলার খবর ডেস্কঃ-ভোলা সদর উপজেলার ইলিশায় লঞ্চঘাটি অত্যন্ত জনপ্রিয় জনবহুল হয়ে উঠেছে, যা বর্তমানে ভোলার বন্দর নগরী হিসেবে পরিচিত।। যাত্রী সেবায় যাত্রীদের জন্য বিশ্রামাগার সরকারি ভাবে বি.আই.ডব্লিউ.টিএ থেকে নির্মান হলেও আজও খোলায় হয়নি বিশ্রামাগারটি।। এতে করে যাত্রদের নানাবিধ অসুবিধা হয়।। বিশেষ করে মহিলা ও শিশু যাত্রীগণ মল মুত্র ত্যাগসহ নানা জটিলতা পরতে হয়।। স্থানীয় প্রশাসনকে বিষয়টি নজরে আনতে দাবী জানিয়েছে বেশ কয়েকজন যাত্রী।।
বিআইডব্লিউটিএ ও স্থানীয় প্রশাসনের বক্তব্য নিয়ে আসছে ২য় পর্বে…..