আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • মঙ্গলবার, ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই নভেম্বর, ২০২৫ ইং, ১৯শে জমাদিউল-আউয়াল, ১৪৪৭ হিজরী
সর্বশেষঃ

ভোলার পশ্চিম ইলিশায় মুকুল বাহিনীর হামলায় আহত- ৪

 

ভোলার খবর ডেস্ক :

ভোলার পশ্চিম ইলিশায় জমি বিক্রি করে দখল না দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার অভিযোগ উঠেছে। সুত্রে জানা যায়, ভোলা সদর উপজেলা পশ্চিম ইলিশা ১নং ওয়ার্ডের মুকুল আহমেদ হাওলাদার তার ভাতিজি জামাই ইউনুস গং এর কাছে ৪ শতাংশ জমি বিক্রি করে বুঝিয়ে দেয়। ঐ জমি ইউনুস তাহার শ্যালক বিল্লালের কাছে বিক্রি করে বলে জানা। তিনি বিল্লাল বলেন ৪ শতাংশ জমিতে ঘর উত্তোলন করতে গেলে একদল সন্ত্রাসী বাহিনী সহ মকবুল আহমদ হাওলাদার উপস্থিতি থেকে লাঠিয়াল বাহিনী দিয়ে ঘর উত্তোলনের বাধা প্রদান করেন। উক্ত জমির ঘটনাকে কেন্দ্র করে বারেক জয়নাল ও কাদির বাহিনী দেশি অস্ত্র লোহার রড দিয়ে পিটিয়ে চার নারীকে আহত করেন, তারা হলেন জোসনা বেগম, বিবি আয়েশা, ফাতেমা বেগম ও তাছনুর। আহত এই চার নারী ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ বিষয়ে জানতে চাইলে বিল্লাল বলেন এটা আমার ক্রয়কৃত সম্পত্তি, কিন্তু আমার জমিতে আমরা ঘর উত্তোলন করতে আসলে তারা বাঁধা প্রদান করেন তিনি আরও বলে পশ্চিম ইলিশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করার পর চেয়ারম্যান সহ স্থানীয় সালিশদার জমি মেপে আমাকে বুঝ দেয়। ইলিশা ফাড়ির ইনচার্জ উপপরিদর্শক সিদ্দিকুর রহমান বলেন, খবর শুনে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম এবং ঘটনাটি অতি দুঃখজনক বিল্লাল গং কাছে তাহার ভগ্নিপতি ইউনুস ৪ শতাংশ জমি বিক্রি করে ঐ জমিতে ঘর উত্তোলন করতে গেলে মকবুল আহমদ হাওলাদার ও তার ছেলেরা বাধা প্রদান করে এই বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

ফেসবুকে লাইক দিন