বঙ্গবন্ধুর জন্ম দিনে বাংলাবাজার ফাতেমা খানম কলেজের আনন্দ র্যালি
ভোলার খবর ডেস্ক :
ভোলায় বঙ্গবন্ধুর জন্ম দিনে আনন্দ র্যালী করেছে সেরা বিদ্যাপীঠ বাংলাবাজার ফাতেমা খানম কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা। বৃহস্পতিবার সকালে কয়েক হাজার শিক্ষার্থীর অংশ নেয়া র্যালি প্রথমে কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে ফাতেমা খানম অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে কলেজ শিক্ষক রেহানা ফেরদৌসের পরিচালনায় বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় কলেজ শিক্ষার্থীরা।
এ ছাড়া রচনা, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুশান্ত মন্ডলের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বাংলাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা, সহকারী অধ্যাপক মোঃ মামুনুর রশিদ, ধ্রুব হাওলাদার, হাওলাদার মাকসুদ প্রমুখ।