আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ মঙ্গলবার, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ডিসেম্বর, ২০২৪ ইং, ৭ই জমাদিউস-সানি, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

ভোলায় মাসব্যাপী কুইজ প্রতিযোগীতার ফলাফল প্রকাশ (ঝিঙেফুল গ্রুপ)

শিক্ষা প্রতিনিধি#
ভোলা সদর উপজেলার প্রাথমিক শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত মাসব্যাপী প্রথম ধাপে ৪র্থ ও ৫ম শ্রেনীর শিক্ষার্থীদের নিয়ে ভোলার কেন্দ্রীয় শহীদ মিনারে গত ১৯ নভেম্বর প্রভাতি কুইজ প্রতিযোগিতায় অংশ নেয় প্রায় ৭০ জন শিক্ষার্থী। প্রতিযোগিতায় বিচারকের দায়ীত্ত্বে সম্পাদক এম মাকসুদুর রহমান,উপাধ্যক্ষ বিল্লাল হোসেন জুয়েল, শিক্ষক রিয়াজ উদ্দিন, শিশু সংগঠক নাজিম উদ্দিনের সরাসরি তত্ত্বাবধায়নে প্রতিযোগিতাটির প্রথম পর্ব অত্যন্ত আনন্দ মুখর ভাবে অনুষ্ঠিত হয়। বিচারক ও প্রতিযোগিতার আয়োজকদের মূল্যায়নের ভিত্তিতে আজ ঝিঙেফুল গুরুপে ৪র্থ ও ৫ম শ্রেনীর প্রথমিক ফলাফল প্রকাশিত হল।৫ম শ্রেনীর ২য় রাউন্ডের জন্যে উত্তির্ন – রাজদ্বীপ সাহা (০১) সম্পদ পাল (১১) জাইমা ইসলাম (০২) রাইসা রহমান (১৭) রুহি (৫) আরিফ (০২) অপ্সোরা (১৯) নুসাইবা (৩২) ফাহমিদা (০৪) জেরিন (১২) তাহমিদা (০২) ইয়ানুর খান (০৩) আরাফ (?) মুহাইমিন মুয়াজ (০৩) মাসফি,অর্নব দাস (০২) হিমান্তি রানী ,বৃষ্টি দে, মরিয়ম,হাবিবা, তাহমিদ হোসেন আরাফ (২), রুদ্র, ফুয়াদ আব্দুল্লাহ। উত্তির্ন শিক্ষার্থীদের ২য় পর্যায়ের প্রতিযোগিতার জন্য পঞ্চম শ্রেনীর বাংলা বইয়ের ১ থেকে ৫০ পৃষ্ঠা অধ্যায়ন করে আগামী ২৬ নভেম্বর হার্ডবোর্ড ও কলম সহ বিকাল ৩.০০ টায় ভোলা সরকারি স্কুল শহীদ মিনার প্রাঙ্গনে উপস্থিত থাকতে বলা হয়েছে।

৪র্থ শ্রেনীতে যারা উত্তির্ন হয়েছে তারা হল পৌর বালিকা স. প্রা. বিদ্যালয়ের নাবিল (০৩) রাজিয়া,(০৩) তানহা,(২০) অরোনা(০১) আনিকা,(১১)স্নিগ্ধা দে, তিন্নি দাস, অদ্বিতীয়া,(১৮) শ্রেষ্ঠা,(৩৯) জিদনী,(০২) আবু তালেব, (২৭)নূর হোসেন, তামিম, তাকি হোসেন,(২২) ঈসান,৪০ মিমহা(০৭), মাইমুনা(০৬)। উত্তির্ন শিক্ষার্থীদের ২য় পর্যায়ের প্রতিযোগিতার জন্য ৪র্থ শ্রেনীর বাংলা বইয়ের ১ থেকে ৫০ পৃষ্ঠা অধ্যায়ন করে আগামী ২৫ নভেম্বর হার্ডবোর্ড ও কলম সহ বিকাল ৩.০০ টায় ভোলা সরকারি স্কুল মাঠ শহীদ মিনার প্রাঙ্গনে উপস্থিত থাকতে বলা হয়েছে। উল্লেখ্য যে মাস ব্যাপী কুইজ প্রতিযোগিতার আহ্ববায়ক দীপাঞ্চল সমাজ কল্যান সংস্থা কতৃক পরিচালিত দীপাঞ্চল শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিদার হোসেন জানিয়েছেন শিক্ষার্থীদের পড়াশুনায় গত দুই বছরের অপূর্নতা পূরনে ও মনোযোগ সৃষ্টিতে এই প্রতিযোগিতা ফলপ্রসূ ভূমিকা রাখবে। হট লাইনঃ- ০১৭৭২২৮৪০১৬

বিস্তারিত দেখতে চোখ রাখুন….. দৈনিক ভোলার বাণী ও ভোলার খবর পরিকায়।।

ফেসবুকে লাইক দিন