ভোলায় প্রধানমন্ত্রীর ৭৫ তম জন্মদিন উদযাপন।।
কলেজ প্রতিনিধিঃ-
ভোলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৫তম জন্মদিন উদযাপন করেছে জেলা আওয়ামী যুবলীগ নেতা কর্মীরা। ভোলা শহরের মুসলিম পাড়ায় যুবলীগ কার্যালয়ের প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের পাশাপাশি কেক কাটা কর্মসুচী পালন করা হয়। ভোলা জেলা যুবলীগ সভাপতি প্রার্থী মোস্তাক আহমেদ শাহিন’এর নেতৃত্বে ৭৫ পাউন্ড ওজনের কেক কাটেন জেলা যুবলীগ নেতারা।
জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মাইনুর রহমান তুহিন মোল্লা, আরিফুর রহমান রুমন, মো. হাবিব উল্লাহ হাবু, মনিরুল ইসলাম সহ আরও অনেকে।
উক্ত অনুষ্ঠানে অংশ নিতে ভোলার বিভিন্ন অঞ্চল থেকে দলীয় নেতা কর্মীরা প্রধানমন্ত্রীর ছবি অংকিত গেঞ্জি পরে ঢোল বাদ্যসহ যুবলীগ কার্যালয়ে এসে উপস্থিত হন।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গত দু’দিন ধরে ব্যানার, ফেষ্টুন, ফুল, বেলুনসহ বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত করা হয় যুবলীগ কার্যালয়।