আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ শনিবার, ২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই মে, ২০২৪ ইং, ২রা জিলক্বদ, ১৪৪৫ হিজরী

২৪৬ টি অবৈধ মোবাইল ফোনসহ ০২ জন আটক করে ফেনী জেলা গোয়েন্দা পুলিশ

হাসনাত তুহিন ফেনী প্রতিনিধিঃ-ফেনী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে ২৫ ডিসেম্বর রাত ১২.৩০ মিনিটের সময় ফেনী মডেল থানাধীন মহিপাল সাকিনস্থ চট্টগ্রাম মুখী তিশা প্লাস বাস কাউন্টারের ভিতর অভিযান পরিচালনা করে ২৪৬টি মোবাইল ফোন সহ দু’জন আসামি কে গ্রেফতার করেন।
ডিবি পুলিশ সূত্রে জানাযায়, এসআই/মোঃ আব্দুর রহমান গাজী এর নেতৃত্বে এসআই/মোঃ জসিম উদ্দিন,এএসআই/মোঃ ইমাম হোসেন রাজু ও সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনা করে আসামিদের হেফাজত হইতে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ ভাবে ভারত হইতে আমদানি কৃত I PHONE- ০৫ টি,SAMSUNG-৫২ টি, OPPO-২৫ টি,POCO-১৫ টি,REALME-৫০ টি,REDMI-৩৮ টি,VIVO-৪২টি,MOTORALA-০৬ টি,IQOO-০২ টি,TECNO-০১ টি,INTINIX-০১ টি সর্বমোট-২৪৬ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতার হওয়া আসামিরা হলেন,ফেনী পরশুরামের বাঁশপদুয়া গ্রামের মোঃ ইউসএফ মিয়ার ছেলে কামরুল হাসান(২১)। অপর আসামি হলেন, বান্দরবান জেলার, রোয়াংছড়ি বাসস্টেশন এর বাবুল দে এর ছেলে তপন কান্তি দে( ২০)।
গ্রেফতার হওয়ার আসামিদের বিরুদ্ধে ফেনী সদর মডেল থানায় মামলা রুজু করা হয় বলে জানান ওসি ডিবি।

ফেসবুকে লাইক দিন