আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ সোমবার, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মে, ২০২৪ ইং, ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরী
সর্বশেষঃ

গ্রিসে পাসপোর্টহীন ১৫০০ হাজার বাংলাদেশীরা পাচ্ছেন বৈধতা

ভোলার খবর ডেস্কঃ নিবন্ধনহীন ১৫০০০ বাংলাদেশীদের বসবাসের বৈধতার সুযোগ দিয়েছে গ্রিস সরকার। পাঁচ বছরের ভিসা দিয়ে বৈধতার আওতায় আনা হবে অনিয়মিতদের। চলতি বছরের ৯ ফেব্রুয়ারির আগে অনিয়মিতভাবে গ্রিসে অবস্থান করা প্রায় ১৫ হাজার বাংলাদেশী এ সুযোগ নিতে পারবেন, যার মাধ্যমে অবৈধ অভিবাসীরা বৈধ হয়ে কৃষি শ্রমিক হিসেবে বছরে নয় মাস কাজ করার সুযোগ পাবেন। নিজ দেশে তিন মাস বাধ্যতামূলক যাতায়াতের জন্য সুযোগও থাকবে।
এথেন্সে বাংলাদেশ দূতাবাস সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে জানায়, অনিয়মিত বাংলাদেশীদের নিয়মিতকরণের প্রক্রিয়াটি অত্যন্ত স্বচ্ছভাবে একটি অনলাইন প্লাটফর্মে সংঘটিত হবে বিধায় এতে কোনো এজেন্সির সহায়তার প্রয়োজন হবে না। এছাড়া প্রয়োজনে দূতাবাস থেকেও অনলাইন প্লাটফর্মে আবেদনের জন্য সহায়তা দেয়া হবে। সেই সঙ্গে প্রবাসী বাংলাদেশীদের কোনো ধরনের দালাল বা প্রতারক চক্রের বিভ্রান্তিমূলক প্রচারণা ও প্ররোচনায় পড়ে প্রতারিত না হওয়ার জন্য সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।
বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, আগামী সেপ্টেম্বর থেকে গ্রিসে বসবাসরত অনিয়মিত বাংলাদেশীদের নিয়মিতকরণের কার্যক্রম গ্রিক সরকার ঘোষিত একটি অনলাইন প্লাটফর্মে শুরু হবে। এ অনলাইন প্লাটফর্মে আবেদনের জন্য আগ্রহী সব বাংলাদেশী নাগরিককে দূতাবাসে নাম নিবন্ধন করতে হবে এবং নিজ নিজ পাসপোর্টের অনুলিপি দূতাবাস থেকে সত্যায়ন করতে হবে। এ কারণে নিয়মিত হতে ইচ্ছুক সবাইকে দুই বছরের বেশি মেয়াদসম্পন্ন পাসপোর্ট, নিজ নামে নিবন্ধিত সেলফোন নম্বর, সক্রিয় ই-মেইল আইডি এবং ৯ ফেব্রুয়ারি ২০২২-এর আগে গ্রিসে অবস্থানের প্রমাণসহ দূতাবাসে তাদের নাম নিবন্ধনের জন্য অনুরোধ করা হয়েছে।
সম্প্রতি এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, আমাদের অ্যাম্বাসেডর জানালেন, গ্রিসের সঙ্গে আলাপ করে এসেছিলাম, গ্রিস রাজি হয়েছে; একটা এগ্রিমেন্ট সই হয়েছে যে তারা আমাদের ১৫ থেকে ১৮ হাজার ইলিগ্যাল যারা আছেন, তাদের তারা রেগুলারাইজ করবে। এছাড়া প্রতি বছর চার-পাঁচ হাজার লোক সেখানে নেবে। এটা প্রথম ইউরোপীয় ইউনিয়নের দেশ, তারা এমন কিছুতে রাজি হয়েছে। এটা আমাদের জন্য ভালো খবর।

ফেসবুকে লাইক দিন