বোরহানউদ্দিনে হিফজুল কোরআন বিভাগের এতিম শিক্ষার্থীদের হাতে ঈদ উপহার পৌঁছে দিলেন ইউএনও

মোঃ সাইফুল ইালাম আকাশ: ভোলার বোরহানউদ্দিনে বড় মানিকা ইউনিয়নের কওমি মাদ্রাসার হিফজুল কোরআন বিভাগের ১০ জন এতিম শিক্ষার্থীদের হাতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঈদের উপহার হিসেবে পায়জামা-পাঞ্জাবি পৌঁছে দিয়েছেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক মোঃ রায়হান-উজ্জামান।
৩ জুন মঙ্গলবার বিকালে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই উপহার পৌঁছে দেন তিনি। ঈদের উপহার পেয়ে হেফজুল কুরআন বিভাগের এতিম শিক্ষার্থীরা ঈদের খুশিতে মেতে উঠেছেন।
উপহার পাওয়া শিক্ষার্থীরা বলেন,সবাই ঈদ করে নতুন পোশাক পইরা কিন্তু ভাবছিলাম এবারের ঈদেও ঈদ করতে পারমু না কিন্তু হঠাৎ কইরা মাদ্রাসায় আইসা আইজ ইউএনও স্যার আমাগোরে ঈদ উপহার দিছে,এরকম কেউ দেয় নাই আমাগোরে,আমরা ঈদ উপহার পেয়ে খুশি ও আনন্দিত,দোয়া করি স্যাররে আল্লাহ ভাল রাখুক।
মাদ্রাসার একাধিক শিক্ষক বলেন,২০১৭ সালে মাদ্রাসাটি স্থাপিত হয়, এখানে এতিম অনেক শিক্ষার্থী রয়েছে,ঈদ আসলে মাদ্রাসা বন্ধ হয়ে যায় কিন্তু এতিম শিক্ষার্থীরা তাদের কেউ নেই বলে মাদ্রাসায় থেকে যায়,সবাই যখন ঈদে নতুন জামা কাপড় পড়ে আমরা মন চাইলো ও সেটা কিনে দিতে পারি না সামর্থ্য অভাবে, কিন্তু আজকে স্যার এতিম শিক্ষার্থীদের ঈদ উপহার দিয়ে তাদের আনন্দিত করেছে,যেটা তাদের অভিভাবক বেঁচে থাকলে তারা পেত,আজ ইউএনও স্যার অভিভাবক হিসাবে শিক্ষার্থীদের কে ঈদে নতুন পোশাক উপহার দিয়েছেন,এ থেকে তারা তাদের না পাওয়ার কষ্টটা ভুলে থাকবে,সবার মত এবারও ঈদগায় ঈদের নতুন পোশাক পড়ে নামাজ পড়তে যেতে পারবে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান-উজ্জামান সাংবাদিকদের বলেন,এই উপজেলা সবাই আমার পরিবার,সেই দায়িত্ব থেকেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাদ্রাসা এতিম শিক্ষার্থীদের কে ঈদ উপহার দিয়ে এসেছি,এটা আমার দায়িত্বের একটি অংশ,হেফজুল কোরআন বিভাগের শিক্ষার্থীদের জন্য কিছু করতে পেরেছি এটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি,আমি চাই উপজেলার প্রতিটি পরিবার,প্রতিটি মানুষ ভালো থাকুক,আমি যতদিন এ উপজেলার দায়িত্বে রয়েছি ততদিন দল মত নির্বিশেষে সকল স্তরের মানুষের পাশে থাকার চেষ্টা করব।